Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
শরীয়তপুরে নির্বাচনী সহিংসতা

কর্মীর মৃত্যুতে জড়িতদের বিচার চাইলেন পরাজিত নৌকা পদপ্রার্থী!

কর্মীর মৃত্যুতে জড়িতদের বিচার চাইলেন পরাজিত নৌকা পদপ্রার্থী!
কর্মীর মৃত্যুতে জড়িতদের বিচার চাইলেন পরাজিত নৌকা পদপ্রার্থী!

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদে নির্বাচনী সহিংসতায় আহত আওয়ামী লীগ কর্মী রাজ্জাক মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় জড়িতদের বিচার চেয়ে আজ শনিবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার ও পরাজিত নৌকা পদপ্রার্থী।
সংবাদ সম্মেলনে পরাজিত প্রার্থী আসমা আক্তার অভিযোগ করেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সমর্থক হওয়ায় রাজ্জাক মোল্লাকে কুপিয়ে আহত করে বিজয়ী সতন্ত্র প্রাথীর সমর্থকরা।
গত ৭ নভেম্বর সন্ধায় স্বতন্ত্র বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদারের উপস্থিতিতে তার সমর্থকরা হামলা চালায়। পরে গতকাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রাজ্জাক মোল্লা মারা যান। এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবী করেন নিহতের পরিবারের সদস্যরা।

এদিকে সকালে নিহতের পরিবার ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, পালং মডেল থানার ওসি আক্তার হোসেন সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। গত ১১ নভেম্বর আংগারিয়া ইউপি নির্বাচনে নৌকা পদপ্রার্থীকে হারিয়ে সতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদার জয় লাভ করেন। মৃত আব্দুর রাজ্জাক মোল্লা ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চরযাদবপুর গ্রামের বাসিন্দা ছিলেন।