
শরীয়তপুরে ৫০তম শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো: পারভেজ হাসান-এর সভাপতিত্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী মো: শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) তানভীর হায়দার শাওন, অতিরিক্ত জেলা প্রশাসক আবেদা আফসারী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভা মেয়র এডভোকেট পারভেজ রহমান জনসহ বিভিন্ন দপ্তরের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৫০তম ১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস এবং ১৬-ই ডিসেম্বর মহান বিজয় দিবসসমূহ জেলা প্রশাসনের আয়োজনে করোনার স্বাস্থ্যবিধি মেনে সকলের অংশগ্রহণের মাধ্যমে উদযাপন করার আহবান জানানো হয়। সভায় শহীদ বুদ্ধিজীবিদের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |