
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর শরীয়তপুর অঞ্চলের বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৬ মে শরীয়তপুর জেলা শহরের দুবাই প্লাজার তৃতীয় তলায় সংস্থাটির জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের সভাপতি ও বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বিএম ইউসুফ আলী।
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর উপ ব্যবস্থাপনা পরিচালক (আল আমিন বীমা প্রকল্প) মো. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী।
বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন প্রশাসন) বিএম নওশের আলী নাঈম, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (নবায়ন বিভাগ) মো. হাবিবুর রহমান ও প্রকল্প পরিচালকবৃন্দ। দিনব্যাপী অনুষ্ঠানে শরীয়তপুর ও মাদারীপুর জেলার পাঁচ শতাধিক মাঠকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ৫১ জন বীমা গ্রাহকের মাঝে প্রায় ১ কোটি টাকার চেক বিতরণ করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |