
শরীয়তপুরে অভিযান চালিয়ে আন্ত ঃ জেলা চোর চক্রের ৫ সদস্য আটক করেছে পুলিশ। গতকাল রাতে জেলায় বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় ডিসকভার ১১০ সিসি ও আটিআর ১৫০সিসির দুইটি মটরসাইকেল উদ্ধর করা হয়েছে।
আটককৃতরা হলেন, নড়িয়া থানাধীন এলাকার আলমাছ খা (২৫), সিয়াম ফকির (২০), পালং থানাধীন এলাকার অপূর্ব (৩০), সুমন ফকির (২৬), সখিপুর থানা এলাকার সজিব প্রধানীয়া (২০)।
বুধবার ১১ মে দুপুরে শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান জানান, দীর্ঘদিন ধরে শরীয়তপুরে বিভিন্ন এলাকায় মটরসাইকেল চুরি বেড়ে যাওয়ায় অভিযানে নামে পুলিশের একাধিক টিম। এরপর অভিযান পরিচালনাকালে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে আটক করে পুলিশ। আটককৃতদের তথ্যমতে দুইটি চোরাই মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং উক্ত ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল এস.এম মিজানুর রহমান, পালং মডেল থানার ওসি আক্তার হোসেন, জেলা ডিবি পুলিশের ওসি ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |