
দীর্ঘ ১৯ বছর পর শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মে) বিকেল ৩ টায় চিকন্দী আইনজীবী সমিতি কার্যালয় মাঠে এ সম্মেলন আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ। সম্মেলনে সভাপতি পদে আজিজুর রহমান বাচ্চু সরদার ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো. আক্তার উজ্জামান খানের নাম ঘোষনা করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল। আজিজুর রহমান বাচ্চু সরদার এর আগে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দীর্ঘ দিন দায়িত্বে ছিলেন এবং এডভোকেট মো. আক্তার উজ্জামান খান ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।
প্রথম অধিবেশনে চিকন্দী আওয়ামীলীগের সভাপতি এডভোকেট তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাচ্চু সরদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম তপাদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল, জেলা আওয়ামীলীগের সদস্য ও জজকোর্টের জিপি এডভোকেট আলমগীর হোসেন মুন্সী।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, শরীয়তপুর সদর পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খান, শরীয়তপুর পৌরসভা প্যানেল মেয়র মো: বাচ্চু বেপারী, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইসমাইল হোসেন মাদবর, সদর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সী, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট খান মো: মনজুর আলম, চিকন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক মুন্সী, চিকন্দী ইউনিয়নের চেয়ারম্যান আ: হাকিম মাদবর, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাস্টার ইদ্রিস আলী খান, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাতেন ঢালী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মাদবর, সদস্য অ্যাডভোকেট পুলক চ্যাটার্জি, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হোসেন সরদার, জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন খান প্রমুখ। দুপুর থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ালীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগদান করেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবাসীদের সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম তপাদার চিকন্দী ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার আহবান জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |