
বোতলজাত সয়াবিন তেল খুলে বেশি দামে বিক্রির ঘটনায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডি এড খালী বাজারের সবুজ স্টোর ও মোল্লার হাট মোশারফ স্টোরকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে শরীয়তপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অদিদফতর। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তার সহকারী পরিচালক সুজন কাজী।
১৭ মে মঙ্গলবার দুপুরে দিকে ভোক্তার অভিযানিক দল ডি এম খালী বাজারে অভিযান চালায়। এ সময় সবুজ স্টোরে তল্লাশি করে বিপুল পরিমানে বোতলজাত ৫ লিটারের সয়াবিন তেলের খালি বোতল পাওয়া যায়।
সয়াবিন তেলের দাম বৃদ্ধির ফলে আগের বোতলজাত তেলের দাম কম হওয়ায় বোতল খুলে বেশি দামে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় সবুজ স্টোরকে ৬০ হাজার টাকা জরিমানাসহ দোকান টি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
একই সময় বাজারের ভোজ্য তেল ব্যবসায়দের গুদাম পরিদর্শন ও ন্যায্যদামে তেল বিক্রির নির্দেশনা দেয়া।
এর আগে মোল্লার হাট বাজারের মোশারফ স্টোরে তল্লাশি করে একই অভিযোগে সত্যতা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা ও অধিক দামে বিক্রির আশায় মজুদ ৩৫০ লিটার তেল বোতলের গায়ের মূল্য ১৬০ টাকা লিটার দামে ভোক্তাদের মাঝে বিক্রির ব্যবস্থা করে দিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । অভিযানকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |