
বাংলা টিভি ৬ষ্ট বর্ষে পদার্পণ উপলক্ষে শরীয়তপুরে কেক কাঁটার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহুর্তে বৃহস্প্রতিবার (১৯ মে) সকাল ১০টায় শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যালয়ে এক মিলনমেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে শরীয়তপুর শহরের প্রধান প্রধান সড়ক দিয়ে একটি আনন্দ র্যালি বের করা হয়।
অনুষ্টানে বাংলা টিভির শরীয়তপুর জেলা প্রতিনিধি নয়ন দাসের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, বিশেষ অতীথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘড়াই, শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, সহ সভাপতি শেখ খলিলুর রহমান, শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান পারভেজ, সাধারন সম্পাদক শহিদুজ্জামান খান, সহ-সভাপতি মাহবুবুর রহমান।
এ সময় সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এস এম মজিবুর রহমান, বিএম ইস্রাফিল, ইব্রাহিম হোসাইন, মানিক মোল্লা, ফারুক হোসেন, ফারুক মোল্লা, সুজন খান, সজিব সিকদার, আব্দুল খালেক পেদা ইমন, রাজিব হোসেন রাজন, খোরশেদ আলম বাবুল, মেহেদী হাসান, জামাল হোসেন, আলী কাজি, নাজমুল, নয়ন কুমার দাস, মহসিন রেজা সহ জেলা ও উপজেলার বিভিন্ন মিডিয়াতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |