Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

সভাপতি কুদ্দুস মুন্সী, সম্পাদক সরোয়ার খান

সভাপতি কুদ্দুস মুন্সী, সম্পাদক সরোয়ার খান
সভাপতি কুদ্দুস মুন্সী, সম্পাদক সরোয়ার খান

দীর্ঘ ২২ বছর পরে অনুষ্ঠিত হলো শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। রবিবার ২২ মে বিকেল ৪ টায় ইউনিয়নের গয়াতলা বাজার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে আ: কুদ্দুস মুন্সী সাধারণ সম্পাদক হিসেবে সরোয়ার হোসেন খানকে নির্বাচিত করা হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে পূর্ববতী কমিটি বিলুপ্ত ঘোষনা করে দ্বিতীয় অধিবেশনে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন-এর সভাপতিত্বে কমিটির ঘোষনা দেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন। প্রধান বক্তা হিসেবে ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
এ সময় বক্তারা বলেন, বিনোদপুর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগকে আগামীতে সুসংগঠিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক চাদাবাজমুক্ত, দূর্ণীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত কমিটি উপহার দেওয়া হবে।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য মো: মোজাফফর হোসেন জমাদ্দার এবং শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও জজকোর্টের জিপি এডভোকেট আলমগীর হোসেন মুন্সী ।

বিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো: হানিফ বেপারীর সভাপতিত্বে ও সরোয়ার মাদবরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর মৃধা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইসমাইল হোসেন মাদবর, চিকন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক মুন্সী, স্বেচ্ছাসেবকলীগের জেলার ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুস সালাম, জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, চিকন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আক্তার উজ্জামান খানসহ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

#