
বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলে দেয়া হবে জনসাধারণের জন্য। এদিন থেকেই শরীয়তপুর টু ঢাকা স্পেশাল বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছেন শরীয়তপুর জেলা বাস মালিক সমিতি।
শরীয়তপুর পৌর বাস টার্মিনাল থেকে পদ্মা সেতু হয়ে সরাসরি যাত্রাবাড়ী গিয়ে থামবে। শরীয়তপুরের যাত্রীদের সেবা দেওয়া ও তাদের স্বপ্নের পদ্মা সেতু দিয়ে উপর দিয়ে যাতায়াতের সুযোগ করে দেওয়ার জন্যই এই বাস সার্ভিস চালুর ঘোষণা দেন মালিক সমিতি।
এ বিষয়ে শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি মো. ফারুক আহমেদ তালুকদার বলেন, আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু জনসাধারণের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এতে আমরা আনন্দিত। পদ্মা সেতু দিয়ে ঢাকা যাওয়ার স্বপ্ন শরীয়তপুরবাসীর বহুদিনের। শরীয়তপুরবাসীর স্বপ্ন পুরণে আমরা শরীয়তপুর টু ঢাকা ‘শরীয়তপুর সুপার সার্ভিস’ নামে বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছি। আমরা এসি বাস সার্ভিসও চালু করবো।
শরীয়তপুর জেলা শহর থেকে পদ্মা সেতুুর সংযোগ সড়ক পর্যন্ত ফোর লেনের সড়ক নির্মাণের কথা রয়েছে। আমরা অতি দ্রুত সড়কটি নির্মাণের দাবি জানাই। কারন বর্তমানে যে সড়কটি রয়েছে তা খুবই ঝুকিপূর্ণ। বিভিন্ন জায়গায় খানাখন্দ, ভাঙাচোরা। দুটি গাড়ি পাস হতে কষ্ট হয়। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |