Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
শরীয়তপুর ধানুকা কলোনি ফুটবল মাঠে

সিনিয়র জুনিয়র ডিগবার ফুটবল লীগ

সিনিয়র জুনিয়র ডিগবার ফুটবল লীগ
সিনিয়র জুনিয়র ডিগবার ফুটবল লীগ

শরীয়তপুর সদর পৌরসভার ৭ নং ওয়ার্ডের ধানুকা কলোনি ফুটবল মাঠে শেষ হলো সিনিয়র জুনিয়র ফুটবল লীগ।

২৭ মে বিকেল ৫টায় শুরু হয় টুর্নামেন্টের ফাইনাল খেলা, খেলায় অংশগ্রহন করেন লাল দল ও সবুজ দল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়, এরপর প্রধান রেফারী আবুল কালাম, সহকারী রেফারী দিপক চন্দ্র দে, ও হেমায়েত হোসেন লাভলু,সবুজ দল এবং লাল দলের মধ্যে পেনাল্টি শটের আয়োজন করেন এতে সবুজ দল ৩-১ গোলে জয় পায়।

খেলা শেষে স্থানীয় মুরুব্বী আঃ লতিফ ঢালীর সভাপতিত্বে, জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট মোঃ আলমগীর মুন্সী প্রধান অতিথি হিসেবে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরন করেন।

টুনামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ ফাহাদ হোসেন, ম্যান অব দ্যা টুর্নামেন্ট মোঃ মিজান।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় মুরুব্বী নূর মোহাম্মদ ফকির, আনোয়ার হোসেন ঢালী, পৌরসভা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল্ল সোহেল খান, আমিনুল ইসলাম মিন্টু, কাকা, ইমান হোসেন ঢালী, বাদল চন্দ্র দাস,কালাম হোসেন ঢালী, সহ অনেকে।
খেলা দেখতে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন মাঠের চার পাশ ঘিরে।

সিনিয়র জুনিয়র ডিগবার ফুটবল লীগের খেলা শুরু হয় ঐতিহ্যবাহী কলোনি মাঠে। এতে স্থানীয় সিনিয়র জুনিয়র ৭টি দল অংশগ্রহন করে। খেলাটি নকআউট সিস্টেমে শেষ হয়। খেলাটির আয়োজক হিসেবে ছিলেন, রেজা আহসান সোহাগ, বাদশা ঢালী, মোঃ শামীম হোসেন, মোঃ রুবেল মোল্লা,

পুরো লীগে ধারাভাষ্যে ছিলেন, আনোয়ার হোসেন, রতন কুমার (পুলিশ সদস্য) এবং লালন ফকির।