
সহকারী জজ ছগির আহমেদের বদলিজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ।
সোমবার (১৩ জুন) এডভোকেট আলহাজ্ব সুলতান হোসেন মিয়া সভাকক্ষে এ বদলিজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক জজ স্বপন কর্মকার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সালেহুজ্জামান, সহকারী জেলা জজ সালাউদ্দিন। এছাড়া বিভিন্ন দপ্তরের বিচারক ও আইনজীবী সমিতির সদস্য প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান বলেন, প্রতিটি মানুষের সৎ থাকতে হলে আসক্তি থেকে মুক্ত থাকতে হবে। মালের আসক্তি, সম্পদের আসক্তি, খারাপ কাজের আসক্তি ইত্যাদি থেকে আমরা বিরত থাকতে পারলেই সৎ থাকা যায়। এরপর তিনি বিদায়ী সহকারী জজ-এর বিভিন্ন প্রশংসা করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |