Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

শরীয়তপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স
শরীয়তপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

শরীয়তপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতের উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০ টায় জেলা ও দায়রা জজ আদালত ভবনের দ্বিতীয় তলায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মো. সালেহুজ্জামানের সভাপতিত্বে কনফারেন্সে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট চাঁদনী রূপম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মো. মেসবাহ উদ্দিন খান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আশফাক আহমেদ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মো. হেদায়েত উল্লাহ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রট রুমানা আক্তার, সহকারী জজ হুমায়ুন কবির, শরীয়তপুর ফৌজদারি আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মির্জা হজরত আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম, শরীয়তপুর সদর হাসপাতালের আরএমও ডা. সুমন কুমারী পোদ্দার, কোর্ট ইন্সপেক্টর জাহাঙ্গীর আমল, নড়িয়া থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম, পুলিশ পরিদর্শক সুরুজ উদ্দিন আহমেদ, ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বাহালুল খান (বাহার), ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহ্বান, সিআইডি পুলিশ পরিদর্শক এমারৎ হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজির উল্লাহ, সহকারী প্রসিকিউটর মো. তাছাদ্দেক হোসেন, ডিবি পুলিশ পরিদর্শক মো. ইলিয়াস হোসেন, জেলা কারাগারের ডেপুটি জেলার মো. হোসেনুজ্জামান ও ফরিদপুরের পিবিআই পুলিশ পরিদর্শক মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।

কনফারেন্সে সমন জারি, গ্রেফতারী, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা তামিল প্রসঙ্গে। ইনকোয়ারী বা ইনভেভেস্টিগেশন এর ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণ প্রসঙ্গে। সময়মতো মেডিকেল সার্টিফিকেট, ময়নাতদন্ত প্রতিবেদন, ফরেনসিক/ভিসেরা রিপোর্ট প্রাপ্তি প্রসঙ্গে। দ্রুত মামলা নিষ্পত্তিতে আদালত সংশ্লিষ্ট সকলের ভূমিকা এবং গ্রহনীয় পদক্ষেপ প্রসঙ্গে। পুলিশ কর্তৃক মামলার সাক্ষী উপস্থাপন প্রসঙ্গে। পুলিশ রিমান্ড ও ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতারের ক্ষেত্রে আপিল বিভাগের নির্দেশনা প্রতিপালন হচ্ছে কি না তা তদারকি প্রসঙ্গে। বিস্ফোরণ দ্রব্য আইন, ১৯০৮ প্রসঙ্গে। পারিবারিক মামলায় গ্রেফতারী পরোয়ানা তামিল প্রসঙ্গে। এবং বিগত সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা প্রসঙ্গে আলোচনা করা হয়।