
আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এমপি বলেছেন, দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে যেদিন স্বদেশ প্রত্যাবর্তণ করেছিলেন, সেদিন বাংলার মানুষ আনন্দে উদ্বেলিত হয়েছিলেন। তেমনি আরেক বার পদ্মা সেতু উদ্বোধনের দিন বাংলার মানুষ খুশিতে আনন্দে উদ্বেলিত হবেন। পদ্মা সেতু উদ্বোধনের দিন পদ্মার পাড়ে মানুষের ঢল নামবে। দূর দূরান্ত থেকে মানুষ পদ্মা সেতু দেখতে আসবেন। মানুষের মিলন মেলায় পরিণত হবে পদ্মা সেতু।
রোববার (১৯ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। এসময় শরীয়তপুর-২ আসনের সাংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান, সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ আল মুরাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. শামীম হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র এডভোকেট পারভেজ রহমান জন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গোলাম রসুল, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শাজাহান ফরাজি, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূইয়া রেদওয়ানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুলের হাসান সোহেল, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদ উজ্জামান, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান, গোসাইরহাট উপজেলা সুজন দাশ গুপ্ত, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব সহ বিভিন্ন দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |