
শরীয়তপুর জেলা কারাগারের নতুন জেল সুপার বদলি হয়ে আসছেন কক্সবাজারের দুর্নীতিতে অভিযুক্ত বিতর্কিত নেছার আলম।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার স্মারক নং-৫৮.০০.০০০০.০৮৪.১৯.০০২.২২.২৩৫ প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কারা অধিদপ্তরের প্রস্তাবনার আলোকে একই প্রজ্ঞাপনে ১১ জন জেল সুপারকে নতুন কর্মস্থলে বদলি করা হয়।
কক্সবাজার কারাগারে যোগদানের পর থেকে সীমাহীন অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে নেছার আলমের বিরুদ্ধে। এ নিয়ে দৈনিক যুগান্তর একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। বিষয়টি কারা অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।
নেছার আলম কারাগারে মোবাইল, চিকিৎসা, বন্দি বিকিনিকি ও ক্যান্টিন খাবার বাণিজ্যসহ নানা অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। এসব অভিযোগে সম্প্রতি তাকে ঢাকায় তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি কারাগারেও অভিযান চালায় সংস্থাটি। যদিও অনিয়ম-দুর্নীতির কথা বরাবরই অস্বীকার করে আসছেন নেছার আলম।
উল্লেখ্য, নেছার আলম সুনামগঞ্জে জেলার দিরাই থানার গছিয়া গ্রামের মরহুম ফরিদ উদ্দিনের ছেলে। ১৯৯৯ সালের ১৫ জুলাই ডেপুটি জেলার হিসেবে তিনি যোগ দেন। জেল সুপার হিসাবে কক্সবাজার জেলা কারাগার মো. নেছার আলমের দ্বিতীয় কর্মস্থল।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |