Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

বাংলাদেশ রেডক্রিসেন্ট শরীয়তপুর জেলা ইউনিটের তহবিল সংগ্রহ

বাংলাদেশ রেডক্রিসেন্ট  শরীয়তপুর জেলা ইউনিটের তহবিল সংগ্রহ
বাংলাদেশ রেডক্রিসেন্ট শরীয়তপুর জেলা ইউনিটের তহবিল সংগ্রহ

রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিট এর আয়োজনে মাসব্যাপী তহবিল সংগ্রহ কার্যক্রম 2022 উপলক্ষে শরীয়তপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় ২৩ জুন বৃহসপতিবার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের এমপি ও শরীয়তপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি। সভার সভাপতিত্ব করেন এড্য. আলমগীর হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক রেড ক্রিসেন্ট শরীয়তপুর ইউনিট।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিটের কার্যকরী কমিটির সদস্য অনল কুমার দে, গোলাম মোস্তফা, কামরুজ্জামান উজ্জ্বল, সাবিনা ইয়াসমিন সহ স্থানীয় ব্যাক্তিবর্গ।

ইউনিটের আজীবন সদস্য বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় আত্মমানবতার সেবায় উপস্থিত সকলে তহবিল সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহণ করেন সোসাইটি ইউনিটের কার্যক্রমকে আরো গতিশীল করতে ভবিষ্যতে তহবিল সংগ্রহ কার্যক্রম আরো জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ইকবাল হোসেন অপু এমপি আত্মমানবতার সেবায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভাপতি উপস্থিত সকলকে তহবিল সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহণ করায় ধন্যবাদ জানিয়ে সবার কাজ শেষ করেন।