
স্বাস্থ্যবিধি মানবো, কোভিড মুক্ত থাকবো; প্রতিদিন স্কুলে যাই, লেখাপড়ায় বিভেদ নাই এ স্লোগাণকে সামনে রেখে “মীনা দিবস-২০২২” উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার ২৪ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা সার্কিট হাউজে এ বর্ণাঢ্য র্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে জেলা সার্কিট হাউজে এসে মিলিত হয়।
জেলা শিক্ষা অফিসার এরশাদ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাজী শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট(শিক্ষা) মোহাম্মদ তালুত, শরীয়তপুর সদর উপজেলা শিক্ষা অফিসার তাইজুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় আলোচনা সভায় মীনা দিবস-এর তাৎপর্য, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশের ইতিহাস তুলে ধরা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |