
শরীয়তপুরে বিশ্ব পর্যটন দিবস-২০২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে র্যালীটি জেলার প্রধান প্রধান সড়ক অতিক্রম করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এসে মিলিত হয়।
এ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাজী শরিফুল হাসান-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) মোহাম্মদ তালুত, অতিরিক্ত পুলিশ সুপার(গোসাইরহাট সার্কেল) মো: আবু সাঈদ, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জ্েযাতি বিকাশ চন্দ্র, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তাওহীদ কামিয়াবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পর্যটন হোটেল প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ প্রমূখ।
এ সময় পদ্মা সেতুকে ঘিরে শরীয়তপুর অঞ্চল একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত বক্তারা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |