
শরীয়তপুর জেলায় কর্মরত বিচারক বৃন্দের উপস্থিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের প্রয়াত সদস্য সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ে এবং সোহেল আহমেদ এর অম্লান স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১৪ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ।
শরীয়তপুর জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর সভাপতিত্বে এবং সহকারী জজ মোঃ সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক স্বপন কুমার সরকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সালেহুজ্জামান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু ইব্রাহিম সহ অন্যান্য বিচারকবৃন্দ।
উক্ত আলোচনা সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান তার বক্তব্যে বলেন, ২০০৫ সনের আজকের এই দিনে আমাদের দুইজন সহকর্মী জগন্নাথ পাঁড়ে এবং সোহেল আহমেদ-কে জঙ্গিরা বোমা হামলা করে নির্মমভাবে হত্যা করে। তারা বিচার বিভাগ-কে টার্গেট করে দেশকে জঙ্গিবাদের চারণভূমিতে পরিণত করতে চেয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। বিচার বিভাগ ও দেশকে এগিয়ে নিতে হলে বিচারকদের প্রগতির চেতনা ধারণ করতে হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |