মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং

শরীয়তপুর সারেঙ্গা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শরীয়তপুর সারেঙ্গা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শরীয়তপুর সারেঙ্গা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৯ নভেম্বর বিকেলে শৌলপাড়া ১০নং সারেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুনস্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজিত খেলায় অংশ গ্রহণ করেন,সারেঙ্গা মুনস্টার স্পোর্টিং ক্লাব জুনিয়র ও চর চিকন্দি সপ্নের রাজা ফুটবল একাদশ উক্ত আয়োজিত খেলায় চর চিকন্দি সপ্নের রাজা ফুটবল একাদশ শূণ্য গোলে ও সারেঙ্গা মুনস্টার স্পোর্টিং ক্লাব জুনিয়র ৩ গোলে চ্যাম্পিয়ন হয়।

সারেঙ্গা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের সাভাপতি নুরুল ইসলাম মাদবর, ও আজিজুল হক খান, সাধারণ সম্পাদক মুনস্টার স্পোর্টিং ক্লাব ও রানার্স আপ দের হাতে ট্রফি তুলে দেন আলি হোসেন খান, সিরাজুল হক খান, মোসলেম মুন্সি, আব্দুল মান্নান খান ভাসানী, চেয়ারম্যান শৌলপাড়া ইউনিয়ন পরিষদ।

মুনস্টার স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম মাদবরের সভাপতিত্বে উক্ত খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইকবাল হোসেন অপু এমপি।
উক্ত অনুষ্ঠানের আয়োজনে ছিলেন, ইউসুফ মুন্সি, হাসান বেপারী,পারভেজ, রাজু খান, শাওন খান এ সময়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শৌলপাড়া ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনসাধারণ ও গণমাধ্যম কর্মী।


error: Content is protected !!