Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য শোভাযাত্রা

শরীয়তপুর আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য শোভাযাত্রা
শরীয়তপুর আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য শোভাযাত্রা

শরীয়তপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে ‘আর্জেন্টিনা ফ্যান ক্লাব ’শরীয়তপুর । শুক্রবার ১৮ নভেম্ব বিকেল ৫টার দিকে শরীয়তপুর সদর উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

এই শোভাযাত্রায় শতদিক মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রো ও ১০টি ট্রাক-পিকআপে চার হাজার এর উপর মানুষ অংশ নেয়।
বাংলাদেশের সবচেয়ে বড় মোটরবাইক শোভাযাত্রা এটি বলা যায়।আনন্দ র‌্যালিতে পতাকা, ব্যানার, ফেস্টুন ও ঢাক-ঢোল বাজিয়ে প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়াড় মেসির স্লোগানে মুখরিত করে তোলে দলটির সমর্থকেরা। উপজেলায় আর্জেন্টিনার সর্বস্তরের সমর্থকের ব্যানারে এ আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

এ আনন্দ র‌্যালিতে অংশ নেয় শরীয়তপুর জেলার সর্বস্তরের আর্জেন্টিনা সমর্থকেরা এবং শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থক অনেক আনন্দিত ও উচ্ছ্বাসিত, এ সময় আর্জেন্টিনার এক সমর্থক পলাশ রাব্বি বলেন, আসলে আমারা খবই আনন্দ উপভোগ করছি, খেলা হচ্ছে প্রিয় দলের জন্য ভালোবাসা ও প্রিয় খেলোয়াড়দের হাতে এবারের বিশ্বকাপ উঠুক এইটাই আশা।