শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং
শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে

শরীয়তপুরের আটং বিএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল লীগ

শরীয়তপুরের আটং বিএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল লীগ

শরীয়তপুর সদর উপজেলার আটং বিএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত, জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে ফুটবল লীগ ২০২২ টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলায়, সদর উপজেলার ধানুকা কলোনি মাঠ ফুটবল একাদশ আটং উদীয়মান ফুটবল একাদশকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে।

২৯ নভেম্বর বিকেল পৌনে চারটায় আটং বিদ্যালয় মাঠে আটং উদীয়মান ফুটবল একাদশ ও ধানুকা কলোনি মাঠ ফুটবল একাদশের মধ্যেকার ম্যাচটি শুরু হয়। ৯০ মিনিটে ম্যাচে ধানুকা কলোনি মাঠ ফুটবল একাদশ খেলার প্রথমার্ধে ১ ও দ্বিতীয়ার্ধে ৪ টি গোল করে।

লিয়নের ( লিও) হ্যাট্রিকসহ সোহেল রানার ১ ও রমন লম্বার ১ গোলে জয় পায় ধানুকা কলোনি মাঠ একাদশ।

ফুটবল টুর্নামেন্টে আয়োজন করা হয় মুলত স্থানীয় তরুনরা যাতে মাদকের ছোবলে না পড়ে।
টুর্নামেন্টটির আয়োজনে রয়েছে আটং যুবসমাজ ও সার্বিক পরিচালনায় আছেন শহিদুল ইসলাম সাহিদ হাওলাদার।

জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ৩০ নভেম্বর আরও একটি সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।


error: Content is protected !!