শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং
ফাতেমা পান্না সভাপতি ও দিলারা বেগমক সাধারণ সম্পাদক

শরীয়তপুর জেলা মহিলা শ্রমিকলীগের কমিটি

শরীয়তপুর জেলা মহিলা শ্রমিকলীগের কমিটি

ফাতেমা পান্না সরদারকে সভাপতি, আমেনা বেগমকে কার্যকরী সভাপতি ও দিলারা বেগমকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট শরীয়তপুর জেলা মহিলা শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এক কর্মীসভায় এ কমিটি অনুমোদন দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। উদ্বোধক ছিলেন, মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরাইয়া আক্তার। প্রধান বক্তা ছিলেন, কাজী রহিমা খাতুন সাথী।

বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সামিনা ইয়াসমিন, শ্রমিক লীগের আহবায়ক ওয়াদুদ সরদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মোল্যা, শরীয়তপুর পৌরসভা শ্রমিক লীগের সভাপতি হায়দার সিকদার, শ্রমিক নেতা এরশাদ সিকদার প্রমূখ।


error: Content is protected !!