Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর পিটিআই সুপারিনটেনডেন্টকে বিদায়ী সম্মানা দিলেন জেলা প্রশাসক

শরীয়তপুর পিটিআই সুপারিনটেনডেন্টকে বিদায়ী সম্মানা দিলেন জেলা প্রশাসক
শরীয়তপুর পিটিআই সুপারিনটেনডেন্টকে বিদায়ী সম্মানা দিলেন জেলা প্রশাসক

শরীয়তপুর পিটিআই সুপারিনটেনডেন্ট মোঃ করম আলীকে বিদায়ী সম্মানা দিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।

দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবন শেষে বুধবার ১৮ জানুয়ারি অবসর-উত্তর ছুটিতে ( পিআরএল) গেলেন শরীয়তপুর পিটিআই সুপারিনটেনডেন্ট মোঃ করম আলী।

ছুটিতে যাওয়ার পূর্বে জেলা প্রশাসন শরীয়তপুরের পক্ষ থেকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় বিদায়ী অতিথির হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।

মোঃ করম আলী তাঁর ৩৪ বছরের অধিক বর্ণিল কর্মময় জীবনের সুখ-স্মৃতি রোমান্থন করেন এবং সকলের নিকট অবসর জীবনের জন্য দোয়া চান। শরীয়তপুর জেলা প্রশাসক তাঁর পরবর্তী অবসর জীবন ও পারিবারিক জীবনের সার্বিক সাফল্য কামনা করেন।

#