বুধবার, ২২শে মার্চ, ২০২৩ ইং, ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৩০শে শাবান, ১৪৪৪ হিজরী
বুধবার, ২২শে মার্চ, ২০২৩ ইং

শরীয়তপুরে বিচার বিভাগের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

শরীয়তপুরে বিচার বিভাগের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

শরীয়তপুরে বিচার বিভাগের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার শরীয়তপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে সন্ধ্যে ৭ টা ৩০ মিনিটে এই ফাইনাল খেলা এবং রাত ৯ টা ৩০ মিনিটে পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ শরীয়তপুর শেখ মফিজুর রহমান। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারস আপদের মধ্যে ট্রফি ও মেডেল তুলে দেন।

এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, শরীয়তপুর মো: সালেহুজ্জামান টুটুল ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারটর বাদল বেপারীর দল এবং রানার্স আপ হন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলম ও সহকারী জজ হুমায়ুন কবির এর দল। আর ম্যান অব দ্যা ম্যাচ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সালেহুজ্জান, ম্যান অব দ্যা টুর্নামেন্ন্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলম, সেরা উদিয়মান খেলোয়াড় সিনিয়র সহকারী জজ মো: সালাউদ্দিন এইসব শিরোপা জেতেন। আর সেরা ৪ এর খেলোয়াড় দের ক্রেস্ট এবং প্রত্যেক অংশগ্রহণকারীদের মেডেল প্রদান করা হয়। জানুয়ারির ২১ তারিখ এই এই টুর্নামেন্ট শুরু হয়। মোট ৮ টি দলের এই খেলায় অংশগ্রহণ করে।

 


error: Content is protected !!