
ভাষা সৈনিক গোলাম মাওলার সন্তান ডা. গোলাম ফারুককে গুণীজন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শনিবার(২৫ ফেব্রুয়ারি) শরীয়তপুর পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক)-এর আয়োজনে পুলিশ লাইনে “গুণীজন সম্মাননা” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার মো: সাইফুল হক এ গুণীজন সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এর আগে তাকে ফুল বরণ করা হয় এবং উত্তরীয় পড়িয়ে দেয়া হয়।
পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) শরীয়তপুর-এর সভাপতি মোহছেনা হক-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. আফসানা চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) ভাস্কর সাহা, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) তানভীর হায়দার শাওন ও গোলাম মাওলার নাতি মহসীনসহ পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) সদস্যবৃন্দ প্রমূখ।
প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মো: সাইফুল হক বলেন, ভাষা আন্দোলনের চেতনা ও বীজ বপনের মধ্য দিয়ে যেহেতু আমরা ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছি। সেহেতু ভাষা সৈনিকদের বিভিন্নভাবে স্মরণ করতে হবে। তাদের আরও মূল্যায়ন করতে হবে। এরপর তিনি ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।