শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং

রমজান মাসে উপলক্ষে শরীয়তপুরে আশ্রয়ণ প্রকল্পে যুবলীগ নেতার ইফতার সামগ্রী বিতরণ

রমজান মাসে উপলক্ষে শরীয়তপুরে আশ্রয়ণ প্রকল্পে যুবলীগ নেতার ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র রমজান মাস এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের আহবানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শরীয়তপুর পৌরসভা যুবলীগের সহ-সভাপতি, সাংবাদিক ও সাবেক ছাত্রনতো মো. রোমান আকন্দ’র উদ্যোগে বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) দিনব্যাপী শরীয়তপুরের বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, মুড়ি, চিড়া, গুড়, ডাল, তেল ও খেজুর। এসময় যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় যুবলীগ নেতা মো. রোমান আকন্দ বলেন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের আহবানে সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সারাদেশের ন্যায় শরীয়তপুরের বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে যুবলীগের পক্ষ থেকে এ কর্মসূচি করা হয়েছে। মানবিক যুবলীগ সর্বদা মানুষের পাশে আছে। পবিত্র রমজান মাস জুড়েই এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।


error: Content is protected !!