Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

রমজান মাসে সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করনে শরীয়তপুরে পরিবহন কমিটির সভা

রমজান মাসে সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করনে শরীয়তপুরে পরিবহন কমিটির সভা

শরীয়তপুরে রমজান মাসে সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করনে জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত।

২৩ মার্চ সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: পারভেজ হাসান এর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার আলোচ্য বিষয় আসন্ন রমজান মাসে সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করন, রাস্তায় ফিটনেস বিহীন গাড়ী চলাচল বন্ধ করন,ঈদে বাস ভাড়া বৃদ্ধি সংক্রান্ত, রুট পারমিট সংক্রান্ত, বেপরোয়া ও নির্দিষ্ট গতিসীমার বেশি গতিতে গাড়ী চালানো সংক্রান্ত, হেড লাইটে কালো রং,ফগ লাইট ব্যবহার সংক্রান্ত ও অপ্রাপ্ত বয়স্ক ড্রাইভার,সহকারী দ্বারা গাড়ী চালনা সংক্রান্ত আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন শাখা মো: আবু সাঈদ, সওজ উপবিভাগীয় প্রকৌশলী সফিকুর রহমান, বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি:) নুরুল হোসেন, আরটিসি সদস্য, ব্যবস্থাপনাও পরিচালক ফেম পরিবহণ প্রা:লি: মো: আনোয়ার হোসেন তালুকদার, আন্তঃ জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বাচ্চু বেপারী, সিনিয়র সহ সভাপতি বাস মালিক গ্রুপ আমির হোসেন খান, বিসিক শ্রমিক ইউনিয়নের আলমগির হোসেন হাওলাদার ও হাজী আবুল হোসেন খান।