
ভূমিসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে শরীয়তপুরে ডিজিটাল ভূমি সেবায় ভূমি কর্মকর্তাদের ক্যাশলেস ভূমি সেবা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১২ মে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নের লক্ষ্যে জেলার সকল ভূমি কর্মকর্তাদের অংশগ্রহণে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসানের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জুম মাধ্যমে যুক্ত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় যুগ্মসচিব ড.মো.জাহিদ হোসেন পনির, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব সেলিম আহমেদ।
ক্যাশলেস ভূমি সেবা প্রশিক্ষণ কর্মশালায় বর্তমান সরকারের ডিজিটাল ভূমি সেবার বিভিন্ন সেবা নিয়ে আলোচনা করেন। নাগরিক সেবা প্রদানে নামজারি, অনলাইনে পর্চা বিতরণ, হোল্ডিং ট্যাক্স, নকশা সরবরাহ সহ সকল সেবা ক্যাশলেস করা হচ্ছে। নাগরিকগণ এখন ভূমি অফিসে না গিয়ে অনলাইনে সেবা নিতে পারছেন। ব্যাংকে টাকা জমা দিয়ে রশিদ দেখানোর প্রয়োজন নাই। অনলাইন ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকি এর মাধ্যমে সরকারি ফি পরিশোধ করা যাচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারি ভূমি সেবা পেতে সকল নাগরিক এখন ক্যাশলেস ভূমি সেবা পাচ্ছেন।