Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরের কবি মির্জা হজরত সাইজী’র জন্মদিনে শুভেচ্ছা নিবেদন

শরীয়তপুরের কবি মির্জা হজরত সাইজী’র জন্মদিনে শুভেচ্ছা নিবেদন
শরীয়তপুরের কবি মির্জা হজরত সাইজী’র জন্মদিনে শুভেচ্ছা নিবেদন

পহেলা জ্যৈষ্ঠ-১৪৩০ বঙ্গাব্দ সোমবার শরীয়তপুরের কীর্তি সন্তান বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক, রাজনীতিক, শিক্ষানুরাগী, সমাজ সেবক, বিজ্ঞ আইনজীবী (পিপি), বাংলাদেশ জাতীয় সাহিত্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বাগ্মী মির্জা হজরত সাইজী”র শুভ জন্মদিন।

এ উপলক্ষ্যে প্রিয় কবিকে শুভেচ্ছা নিবেদনে শরীয়তপুর আইনজীবী সমিতির সভাকক্ষে বিকেল ৫টায় স্থানীয় ৫০উর্ধো কবি সাহিত্যিকদের সমাগম ঘটে। জাতীয় সাহিত্য ফাউন্ডেশন শরীয়তপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক এসএম সফিকুল ইসলাম স্বপনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কবি খান মেহেদী মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকজ গবেষক কবি প্রাবন্ধিক শ্যাম সুন্দর দেবনাথ, প্রবীন শিক্ষক সুশীল চন্দ্র দেবনাথ, শরীয়তপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তাজুল ইসলাম, জাতীয় ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কবি সাংবাদিক আমিনুল ইসলাম।