Monday 4th December 2023
Monday 4th December 2023

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/rudrabarta.net/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

সখিপুরে বিএনপি নেতা সহ ৩ মাদক সম্রাট আটক

সখিপুরে বিএনপি নেতা সহ ৩ মাদক সম্রাট আটক

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা বিএনপি যুবদলের সাংগঠনিক সম্পাদক আহাছানুল্লাহ মোল্লা, জান সরিফ বেপারী, জাকির হোসেন কে ইয়াবা পাচারকালে হাতেনাতে আটক করেছেন সখিপুর থানার পুলিশ। গত শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানার এসআই সফিকুল ইসলাম ফোর্স ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে হাতেনাতে আটক করে।
আটক আহছানুল্লাহ মোল্লা (৩২) সখিপুর মোল্লাকান্দি গ্রামের জব্বার মোল্লার ছেলে বলে জানা যায়। এছাড়া জান সরিফ বেপারী, পিতা মোঃ অলী বেপারী, জাকির হোসেন (৩০) পিতাঃ মৃতঃ সাগর আলী বেপারী ঐ একই গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
এছাড়া কয়েকদিন আগে ঢাকায় ৬ হাজার পিস ইয়াবাসহ শাহবদ্দিন আটক হন র‌্যাবের কাছে, শাহবদ্দিনের আপন ছোট ভাই রনি সাথে এই মাদক সম্রাট আহছানুল্লাহ ও সহযোগীদের সম্পর্ক রয়েছে বলে জানা যায়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মনজুরুল হক আকন বলেন, আমরা মাদকের ব্যপারে অত্যন্ত সতর্ক যেখানেই শুনি মাদক বেচাকেনা ও সেবন হচ্ছে, সেখানেই আমার পুলিশ তাদেরকে ধরছে তেমনি আহছানুল্লাসহ ৩ জনকে আটক করছি, তাদেরকে জিজ্ঞাসাবাদে আরো গুরুত্বপূর্ণ ইয়বার সন্ধান মিলতে পারে।