
উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে বরিশাল শহরে বার্ষিক সম্মেলন করেছে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
শুক্রবার ২৬ মে বরিশাল শিল্পকলা একাডেমী হলরুমে বেলা ১১ টায় উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে বরিশাল শহরে বার্ষিক সম্মেলন উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিউ এবং বাংলাদেশ ইন্সুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী।
পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (পিআরএল) ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চিফ কনসাল্টেন্ট আব্দুলদ্যাহ হারুন পাশা।
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও উর্ধ্বতন উপ ব্যবস্থাপনা পরিচালক ( ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিএম ইউসুফ আলী বলেন, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড বীমা আইন অনুযায়ী সঠিক পদক্ষেপ নিয়ে দেশের সকল জেলা উপজেলা সহ প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাচ্ছেন।
কোম্পানির গ্রাহকদের টাকা আমাদের নিকট আমানত। এ টাকা সঠিকভাবে ব্যবহার করে সময়মতো গ্রাহকদের হাতে লভ্যাংশ পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এজন্য কোম্পানির কর্মীদের সঠিকভাবে কাজ করতে হবে।
পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড জনপ্রিয় বীমা প্রকল্পের উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন মহাসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার প্রমুখ।
এছাড়া প্রকল্প ইনচার্জ সহ পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি লিমিটেড এর সিইও বিএম ইউসুফ আলী বীমা গ্রাহকদের হাতে চেক তূলে দেন।
#