Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

সকল ধর্মের সকল বর্ণের মানুষের জন্য জেলা লিগ্যাল এইড অফিস: জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান

সকল ধর্মের সকল বর্ণের মানুষের জন্য জেলা লিগ্যাল এইড অফিস: জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান
সকল ধর্মের সকল বর্ণের মানুষের জন্য জেলা লিগ্যাল এইড অফিস: জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান

শরীয়তপুর জেলা লিগ্যাল অফিস এর উদ্যোগে পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দির, পালং, শরীয়তপুরের সহযোগিতায় জেলা পর্যায়ে বিভিন্ন মন্দিরের পুরোহিতবৃন্দের অংশগ্রহণে পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দির, পালং, শরীয়তপুরে সরকারি খরচে আইনগত সহায়তা ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) বিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ১৭জুন, ২০২৩ খ্রিস্টাব্দ।

পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দির, পালং, শরীয়তপুরের সভাপতি শ্রী অনিক ঘটক চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী জজ মোঃ সালাউদ্দিন এর সঞ্চালনায় আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। সভায় আরো উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা মন্দির সমিতি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদ এবং জেলার বিভিন্ন মন্দিরের পুরোহিতগণ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সভায় জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোঃ খালেদ মিয়া আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এবং লিগ্যাল এইড অফিসের কার্যক্রমের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করেন। তারপর সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এক উন্মুক্ত আলোচনা পর্ব পরিচালনা করেন।

সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে বলেন, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর আইন স্বীকৃত অধিকার নিশ্চিতকল্পে শরীয়তপুর জেলা লিগ্যাল এইড অফিস কাজ করছে। সকল ধর্ম সকল বর্ণের মানুষের জন্য জেলা লিগ্যাল এইড অফিস কাজ করছে। সরকারি আইনি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌছে দেয়ার জন্য তৃণমূল পর্যায়ে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালানো দরকার। সাধারণ জনগণকে আইন সহায়তা কার্যক্রমে উদ্বুদ্ধ করতে আপনারা মন্দিরের পুরোহিতগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আপনারা স্থানীয় পর্যায়ে পুরোহিতবৃন্দ জনগণের সাথে ব্যাপকভাবে সম্পৃক্ত হওয়ায় প্রচার-প্রচারণার মধ্যমে জনগণের নিকট সরকারি আইন সহায়তার বার্তা অতি সহজেই পৌঁছে দিতে পারেন।