Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক প্রতিভার বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা বৃদ্ধি, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলার লক্ষ্যে সমগ্র বাংলাদেশে উচ্চ মাধ্যমিক ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে প্রথম বারের মত ” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট” আয়োজন করা হয়েছে।

শরীয়তপুর জেলায় শহিদ বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ স্টেডিয়ামে গত ১০ জুন তারিখে তিনদিন ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয় এবং গতকাল ১২ জুন সমাপণী অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটে।

টুর্নামেন্টে সর্বমোট ০৮ টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্ট নড়িয়া সরকারি কলেজকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ।

সমাপণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন জনাব মোঃ পারভেজ হাসান, জেলাপ্রশাসক, শরীয়তপুর।