
সাহিত্য বিশুদ্ধ মানুষ তৈরীর রসদ আর সাহিত্যের ছোট কাগজ সে রসদ তৈরীর আধার। এ স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরে অনুষ্ঠিত হয়ে গেল সাহিত্যের ছোট কাগজ “চন্দ্রবতী” ও কীর্তিনাশার কাব্য” এর প্রকাশনা উৎসব। জাতীয় সাহিত্য ফাউন্ডেশনের আয়োজনে ১৬জুন ২০২৩ শুক্রবার বিকেল ৩.৩০ মিনিটে শরীয়তপুর পৌরসভা অডিটরিয়ামে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় এ দু’টি ছোট কাগজের প্রকাশনা উৎসব।
জাতীয় সাহিত্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি কবি এ্যাড. মির্জা হজরত সাইজী (পিপি)র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ বিশিষ্ট কবি শেখ মফিজুর রহমান। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বরেণ্য শিশু সাহিত্যিক কবি ফারুখ নওয়াজ এবং স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সাহিত্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি আমিনুল শাহ্।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লোকজ গবেষক কবি প্রাবন্ধিক শ্যাম সুন্দর দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহমান জন, নড়িয়া পৌরসভার মেয়র কবি এ্যাড. আবুল কালাম (গেরিলা) আজাদ, আনন গ্রপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট কবি স.ম. শামসুল আলম, শরীয়তপুর আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. তাজুল ইসলাম, পঙ্ক্ষিরাজ প্রকাশনীর স্বত্বাধিকারী কবি দেওয়ান আজিজ, কবি মিলন সব্যসাচী, বিশিষ্ট গীতিকার ও আবৃত্তি শিল্পী মনিরুজ্জামান পলাশ, চন্দ্রবতী সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক অহনা নাসরীন প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথিসহ বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে বলেন- সাহিত্য সংস্কৃতি চর্চা ও খেলাধুলার মাধ্যমে প্রযুক্তির অপব্যবহার ও মাদক হতে দূরে থেকে নিজেদেরকে বিশুদ্ধ মানুষ হিসেবে তৈরী করতে পারবে। আর এর আধার হিসেবে মননশীল চর্চার সুযোগ করে দিচ্ছে ময়মনসিংহ থেকে প্রকাশিত “চন্দ্রবতী” ও শরীয়তপুর থেকে প্রকাশিত “কীর্তিনাশার কাব্য” নামক সাহিত্য ছোট কাগজ দু’টি। এ জন্য এর সম্পাদক ও প্রকাশকদের আন্তরিক অভিনন্দন জানাই। এছাড়াও সাংগঠনিক পরিচয় প্রদান ও স্বরচিত কবিতা পাঠ করেন এমন সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু অনীক ঘটক চৌধুরী, অনার্য প্রকাশনীর স্বত্বাধিকারী কবি সফিক, এ্যাড. মুরাদ হোসেন মুন্সী, কবি মহিবুল তালুকদার, কবি গণেন কর্মকার, কবি অতুল চন্দ্র ওঁঝা, কবি উদ্দীন জালান, এ্যাড. মোদাচ্ছের হোসেন বাবুল, কবি সফিকুল ইসলাম স্বপন, কণ্ঠ শিল্পী সম্পা ইসলাম ও নজরুল ইসলাম চিশতী, কবি নাসিম জিন্নাহ, কবি ও গল্পকার সুলতান মাহমুদ সজীব, কবি রুদ্র রহমান, আবৃত্তি শিল্পী ও উপস্থাপক সোহাগ সরকার, কবি রফিক ওসমান, কবি বাবুল আক্তার, কবি সফিক সান্তন, কবি জিহান রব্বানী জাকির, কবি এএইচ নান্নু, কবি এমসি মিজান, কবি বিএম আবুল কালামসহ প্রায় একশত কবি, সংগঠক, সাংস্কৃতিক কর্মী, আবৃত্তিকার ও জেলা শিল্পকলার শিল্পীরা বিভিন্ন পরিবেশনার মাধ্যমে অতিথিদের মুগ্ধ করে মাতিয়ে রাখেন। অতিথিদের আলোচনার ভিত্তিতে অনুভূতি প্রকাশ করেন- চন্দ্রাবতীর সম্পাদক ও প্রকাশক অহনা নাসরীন এবং কীর্তিনাশার কাব্য’র নির্বাহী সম্পাদক কবি ইয়াসিন আজিম। অনুষ্ঠান সঞ্চালন করেন কীর্তিনাশার কাব্য’র সম্পাদক ও প্রকসশক কবি খান মেহেদী মিজান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |