Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে শরীয়তপুরে সংবাদ সম্মেলন

মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে শরীয়তপুরে সংবাদ সম্মেলন
মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে শরীয়তপুরে সংবাদ সম্মেলন

মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে শরীয়তপুরে সংবাদ সম্মেলন করেছেন জেলা শিক্ষক সমিতি। সোমবার (১৯ জুন ) বিকালে আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল আমীন রতনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, জেলার সহ-সভাপতি নজরুল ইসলাম খান, কোষাধ্যক্ষ সম্ভুনাথ পোদ্দার, প্রচার সম্পাদক সাইদ মাহমুদ প্রমূখ। এতে জেলায় কর্মরত বিপুল সংখ্যক মাধ্যমিক শিক্ষক অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করা হলে মেধাবীরা এ পেশায় আরও বেশি আসবেন।
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা হলে সকলেই উপকৃত হবে। আমাদের দাবি মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।