
শরীয়তপুর সদর উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনা মূল্যে নারিকেল চারা বিতরণ করেছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনের ২০ জুন মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদার এর সভাপতিত্বে ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাহমিনা আক্তারেরর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শংকর চন্দ্র বৈদ্য। এ সময় কৃষকদেরকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন।
সদর উপজেলা কৃষি অফিস চত্বরে, সদর পৌরসভা ও ১১টি ইউনিয়নের ১০৬০ জন কৃষককের মাঝে প্রত্যেককে ৫ টি নারিকেল চারা বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শংকর চন্দ্র বৈদ্য উপস্থিত থেকে সকল কৃষকদের মাঝে নারিকেল চারা বিতরণ করেন। বিতরনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নারিকেল চারা যদি সঠিক ভাবে রোপন করে পরিচর্যা করা হলে আশা করি অনেক ফলন হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |