
শরীয়তপুরে ইমাম, খতিব ও আলেম ওলামাদের নিয়ে “সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও এসএসসি, দাখিল অথবা সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ কর্মসূচি-২০২৩ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২২ জুন শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলা মডেল মসজিদ নামক স্থানে এ প্রশিক্ষণ কর্মশালা ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি-২০২৩ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম মজুমদার।
শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশন-এর উপপরিচালক মুহাম্মদ আশরাফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর হায়দার শাওন, শরীয়তপুর পৌরসভা মেয়র পারভেজ রহমান জন ও সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের সিনিয়র প্রভাষক মো: আমিনুল ইসলাম। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা-কর্মচারী ও গণশিক্ষা শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় ইমাম, খতিব ও আলেম ওলামাদের নিয়ে “সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ও এসএসসি, দাখিল অথবা সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে ইসলামিক মূল্যবোধকে জানা ও জঙ্গিবাদ নিরসনে সকলকে কাজ করার উপর জোর দেওয়া হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |