
চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে শরয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ২২ জুন সকালে ভেদরগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু ম্যুরাল সম্মুখে ভেদরগঞ্জ উপজেলা মহাসড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
এ সময় সংগঠনের যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্ব আব্দুল মন্নান রাড়ি সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জেল হোসেন মোড়ল, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ভাসানী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিস মাস্টার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শরীয়তপুর জেলার সম্মানিত সদস্য আপেল মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ভেদরগঞ্জ উপজেলা সভাপতি সুমন মাদবর, সাধারণ সম্পাদক আলী নেওয়াজ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ভেদরগঞ্জ উপজেলা দপ্তর সম্পাদক মোঃ জামাল হোসেন মৃধা প্রমুখ।
অবিলম্বে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারী স্বাধীনতাবিরোধী চক্রের ওই দুর্বৃত্তদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |