Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

কিশোরী হত্যা মামলায় শরীয়তপুর একজনের যাবজ্জীবন

কিশোরী হত্যা মামলায় শরীয়তপুর একজনের যাবজ্জীবন
কিশোরী হত্যা মামলায় শরীয়তপুর একজনের যাবজ্জীবন

২০১৬ সালের ৪ আগস্ট শরীয়তপুরের গোসাইরহাটে এক কিশোরী হত্যা মামলায় একমাত্র আসামী একই উপজেলার পূর্ব লাকাচুয়া গ্রামের আব্দুর রব বাঘার ছেলে মিজানুর রহমান ওরফে মিজান বাঘাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

রোববার ২৫ জুন দুপুওে শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এক জনাকীর্ণ আদালতে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সন্দেহাতীতভাবে আসামীর অপরাধ প্রমাণিত হওয়ায় আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেন।
সরকার পক্ষে মামলটি পরিচলনা করেন পিপি এড. মীর্জা হজরত আলী এবং আসামী পক্ষে ছিলেন এড. মোঃ শাহ আলম। পিপি এড. মীর্জা হজরত আলী বলেন, রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন, আদালত ন্যায় বিচার করেছে। এদিকে আসামী পক্ষের আইনজীবী এড. মোঃ শাহ আলম বলেন, রায়ে আসামীপক্ষ সংক্ষুদ্ধ। তারা উচ্চ আদালতে আপিল করবেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ৪ আগষ্ট সকাল অনুমান সাড়ে ৮টায় গোসাইরহাট উপজেলার লাকাচুয়া গ্রামের মানিক সরদারের নাবলিকা কন্যা সাহিদা আকতার নিপা (১২) পার্শ্ববর্তী তার বড়বোন সালেহা আকতারের বাড়িতে দুধ আনতে যায়। পথে একই উপজেলার পূর্ব লাকাচুয়া গ্রামের আব্দুর রব বাঘার পুত্র ঘাতক মিজানুর রহমান বাঘার সাথে দেখা হয়।

সে আত্মীয়তার সুবাদে নিপাকে কেক কিনে খাইতে দেয় এবং পূর্ব শত্রুতার জের ধরে নিপাকে পাশের রাস্তার নির্জন স্থানে নিয়ে গলাটিপে হত্যা করে পার্শ্ববর্তী খালের পাড়ে ফেলে রাখে যায়। এ সময় প্রত্যক্ষদর্শী মাসুদ গং নিপার বাড়িতে খবর দেয়। এ বিষয়ে নিপার বাবা মানিক সরদার বাদী হয়ে গোসাইরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।