Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভাড়া অতিরিক্ত নেওয়ার কারনে দুই বাস পরিবহণকে ২০’হাজার টাকা জরিমানা

ভাড়া অতিরিক্ত নেওয়ার কারনে দুই বাস পরিবহণকে ২০’হাজার টাকা জরিমানা
ভাড়া অতিরিক্ত নেওয়ার কারনে দুই বাস পরিবহণকে ২০’হাজার টাকা জরিমানা

অতিরিক্ত ভাড়া নেওয়ার কারনে দুই বাস পরিবহণকে ২০’হাজার টাকা জরিমানা করলেন জাজিরা উপজেলা প্রশাসন।

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বাস মালিক সমিতির সাথে আইন-শৃঙ্খলা কমিটির এক বৈঠকে বাস মালিক সমিতি অতিরিক্ত ভাড়া আদায় না করার অঙ্গীকার বদ্ধ হন।

কিন্তু বাস্তবে দেখা মিলে তার বিপরীত চিত্র। ঈদ কে সামনে রেখে সাধারণ জনগণের যেন ভোগান্তি শেষ নেই।

বেপরোয়া ভাবে জনগনকে হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ উঠে আসলে মঙ্গলবার (২৭ জুন) সারাদিন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাইলাতুল হোসেন এর উপস্থিতি তে বিশেষ অভিযান পরিচালনা করেন জাজিরা উপজেলা প্রশাসন।

অতিরিক্ত ভাড়া নেওয়ায় জাজিরা টিএনটি মোড়ে পদ্মা ট্রাভেলস ও কীর্তিনাশা এক্সপ্রেসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ৪টি বাসের আদায় করা অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরৎ দেয়া হয়েছে।

অভিযানকালে অতিরিক্ত ভাড়া নগদ ফেরত না দেওয়ায় শরীয়তপুর সুপার সার্ভিসের ১জন ও পদ্মা ট্রাভেলস এর ১জন স্টাফকে আটক করা হয়।

জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল বলেন, অতিরিক্ত ভাড়া আদায় করার কারণে জাজিরা উপজেলায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হচ্ছে।বাসগুলোকে জরিমানা করা হচ্ছে এবং যাত্রীদের টাকা ফেরত দেয়া হচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।