
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ চলাকালে দায়িত্ব পালনের সময় বীর মুক্তিযোদ্ধার সন্তান কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বিএনপির সন্ত্রাসীরা। এর প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন করেছে জেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা।
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, শরীয়তপুর জেলা ইউনিট কমান্ডের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রাজ্জাক, সাবেক সদর থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সিকদার ও সাবেক জেলা সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জানে আলম মুন্সি।
বক্তারা বলেন, বিএনপির সন্ত্রাসীরা দায়িত্ব পালনরত অবস্থায় একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে ও কপিয়ে হত্যা করেছে। আমরা মুক্তিযোদ্ধারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
মানববন্ধনে জেলা ও উপজেলা থেকে আগত শতাধিক মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
#
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |