Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

সখিপুরে চুরি হওয়া মোটরসাইকেল জাজিরায় উদ্ধার আটক-২

সখিপুরে চুরি হওয়া মোটরসাইকেল জাজিরায় উদ্ধার আটক-২
সখিপুরে চুরি হওয়া মোটরসাইকেল জাজিরায় উদ্ধার আটক-২

সখিপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করল পুলিশ। শনিবার ১৯ নভেম্বর শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলাধীন সখিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তি সহ ১টি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে।

পুলিশ সুত্রে যানাযায় সখিপুর থানাধীন চরভাগা পশ্চিম মৃধা কান্দি সুলাইমান মোল্লার পুত্র খালেক মোল্লা ২ জন কে আসামি করে একটি মোটরসাইকেল চুরির মামলা করেন ।

মামলায় আসামীরা হলেন জাজিরা উপজেলা পুর্ব নাওডোবা ইউনিয়ন এর মদন তালুকদার কান্দি অমিত হাসান এর পুত্র বশির আহমদ তালুকদার (২০) ও একই উপজেলার ডুবিসায়বর গ্রামের মালেক মাদবর এর পুত্র মামুন মাদবর (২২)। তাদের বিরুদ্ধে অভিযোগ যে চরভাগা পশ্চিম মৃধা কান্দি আজিজুল হক পেদার গ্যারেজ হতে একটি মোটরসাইকেল তালা ভেঙে নিয়ে গেছে । মোটরসাইকেল এর রেজী নং- ঢাকা মেট্রো ল- ৩২-০৯৬৮ ও ইঞ্জিন নং-MD2A82DZZGCMO8018। গারিটি নীল কালার। এবং মোটর সাইকেলটি আসামিদের কাছেই রয়েছে।

মামলার ভিক্তিতে সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার এর নির্দেশে উপ পরিদর্শক আতিয়ার রহমান গোপন সংবাদের ভিক্তিতে জাজিরা থেকে অভিযুক্ত বসির আহাম্মদ তালুকদার সহ মোটরসাইকেলটি জাজিরা উপজেলার কাজির হাট এলাকা থেকে উদ্ধার করে। এবং ইজিবাইক চোরাই চক্রের মুল হোতা নড়িয়া উপজেলা রাজনগর ইউনিয়ন এর হারুন মাদবরকে আটক করে।

এ বিষয় সকিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার বলেন মোটরসাইকেল চুরির মামলার বিক্তিতে আমরা গোপন সংবাদের ভিক্তিতে চোরি হওয়া মোটরসাইকেল ও অভিযুক্ত ১ জন এবং অটো চোর চক্রের ১ ব্যক্তিকে আটক করে আদালতের সোপর্দ করা হয়েছে। তবে এধরণের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।