
শরীয়তপুরের জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর জেলা ও দায়রা জজ, রাজশাহী হিসেবে বদলী জনিত বিদায় উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসন কর্তৃক এক সংবর্ধনা সভার আয়োজন করা হয় অদ্য ২৬ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ।
জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ এর সভাপতিত্বে জেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুজ্জামান, পুলিশ সুপার মো: মাহবুবুল আলম, সিভিল সার্জন আবুল হাদি মুহাম্মদ শাহ পরান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।