
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বরাবরের মত এবছরও শরীয়তপুরে পাশের হার সবচেয়ে বেশি মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে। প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠালগ্ন সময় থেকেই ফলাফল, ক্রীড়া, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ে জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন কলেজটির পাশের হার এবছর শতকরা ৯৭.১৭ ভাগ।
গতকাল রবিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে কলেজটি থেকে অংশ নেওয়া ৫৩০ জন শিক্ষার্থীর মধ্যে ৫১৫ জন উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। জিপিএ-৫ তুলনা মূলক এবছর কম হলেও জেলায় এটিই সর্বোচ্চ জিপিএ-৫ সংখ্যা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শরীয়তপুর থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া কলেজ সমূহের মধ্যে জেলা শহরের সরকারি কলেজে পাশের হার শতকরা ৪৬.৯৭ ভাগ, জেলা শহরের সরকারি মহিলা কলেজে পাশের হার ৩৯.৬৯ ভাগ, নড়িয়া কলেজে ৫০.৫২ ভাগ, গোসাইরহাট কলেজে ৫৮.৩২ ভাগ, জাজিরা বিকে নগর কলেজে ৯০.৮৫ ভাগ, সরকারি আব্দুর রাজ্জাক কলেজে ৮১.৯৬ ভাগ ও সখিপুরের হাজী শরীয়তুল্লাহ কলেজে ৬৭.৩২ ভাগ। এসব কলেজের মধ্যে জেলা সরকারি কলেজে ১০ টি, নড়িয়া কলেজে ৬ টি, বিকে নগর কলেজে ৫ টি, গোসাইরহাট কলেজে ২ টি, সরকারি আব্দুর রাজ্জাক কলেজে ১০ টি, হাজী শরীয়তুল্লাহ কলেজে ১০ টি জিপিএ-৫ পেয়েছে শিক্ষার্থীরা।
মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন বলেন, শিক্ষকদের নিবিড় পরিচর্যা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এই সফলতার মূল নিয়ামক। এবছর আমাদের কাঙ্খিত জিপিএ-৫ না আসলেও ভবিষ্যতে আমরা সাফল্যের ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |