
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ শরীয়তপুর জেলা শাখার কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব কে.এম শহিদ উল্ল্যা স্বাক্ষরিত কমিটিতে মশিউর রহমান লিমন’কে সভাপতি ও জয় কৃষ্ণ দাসকে সাধারণ সম্পাদক করে আগামী ছয় মাসের জন্য ২৩ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। উল্লেখিত সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনাও দেওয়া হয়।
এ ব্যাপারে নতুন কমিটির সভাপতি মশিউর রহমান লিমন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা ইকবাল হোসেন অপুর নির্দেশে আমরা শরীয়তপুরের প্রতিটি উপজেলা, স্কুল-কলেজ গুলোতে কমিটি গঠন করার মাধ্যমে নেতৃত্ব তৈরি করব। জাতির পিতা বঙ্গবন্ধুর দর্শন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরব এবং সকলের সহযোগীতায় শিশু কিশোরদের অধিকার ও শিশু নির্যাতন রোধে কাজ করবো।
এদিকে, এ কমিটির অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইকবাল হোসেন অপু এমপি ও সংগঠনের মহাসচিব কে.এম শহিদ উল্ল্যার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ। পাশাপাশি তাদের দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |