Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে অটোরিকশা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত

শরীয়তপুরে অটোরিকশা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত
নিহতের স্বজনদের আহাজারি। ছবি- দৈনিক রুদ্রবার্তা

শরীয়তপুরের সখিপুরে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. হাবিব মাতবর (২২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার দুপুরে সখিপুর থানার চরভাঘা ইউনিয়নের চর দুলারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাবিব মাতবর চরভাঘা ইউনিয়নের পশ্চিম মাঝিকান্দি এলাকার মৃত কালাচাঁন মাতবরের ছেলে।

পুলিশ জানায়, সম্প্রতি হাবিব মাতবরের সঙ্গে স্থানীয় অটোরিকশাচালক আরিফ মালের মধ্যে অটোরিকশা নিয়ে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর আরিফ হাবিব মাতবরের ওপর ক্ষিপ্ত হয়।

বুধবার দুপুরে হাবিব মাতবর অটোরিকশায় যাত্রী নিয়ে নড়িয়া উপজেলার ঘড়িসার বাজার থেকে সখিপুর থানার চর দুলারচর এলাকায় যাচ্ছিলেন। তখন পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আরিফ মাল ও তার সহযোগীরা হাবিব মাতবরের ওপর হামলা চালায়। হামলাকারীরা হাবিব মাতবরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন হাবিব মাতবরকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় আরিফ মালকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

ওসি বলেন, মূলত দুই অটোরিকশা চালকের মধ্যে পূর্ব শত্রুতা নিয়েই এ ঘটনার সৃষ্টি।