Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

শরীয়তপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
শরীয়তপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

শরীয়তপুর জেলা পুলিশ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ আদিবুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

পুষ্পস্তবক অর্পণের পর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুল আলম বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর-আলশামস দেশকে মেধাশূন্য করার জন্য দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও বরেণ্য ব্যক্তিদের নির্মমভাবে হত্যা করেছিল। তাদের এই নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে বাধা সৃষ্টি করতে চেয়েছিল।

তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে, তাদের রক্ত বৃথা যাবে না। আমরা তাদের আদর্শকে বুকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলতে কাজ করে যাব।