Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর পৌরসভার ২নং ওয়ার্ডে পথসভায় ইকবাল হোসেন অপু

শরীয়তপুর পৌরসভার ২নং ওয়ার্ডে পথসভায় ইকবাল হোসেন অপু
শরীয়তপুর পৌরসভার ২নং ওয়ার্ডে পথসভায় ইকবাল হোসেন অপু

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে শরীয়তপুর পৌরসভার ২নং ওয়ার্ডের শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ-এর নিজ বাড়িতে ২৪ ডিসেম্বর রবিবার এক পথসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ পথসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু। পথসভায় ইকবাল হোসেন অপু বলেন, আগামী ৭ জানুয়ারী ভোটগ্রহণের দিন আপনারা সকলে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা মার্কায় একটি ভোট দিবেন এবং আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। তিনি বলেন, আওয়ামীলীগের শেখ হাসিনার সরকার বারবার ক্ষমতায় আসায় বিধবা ভাতা, বয়স্ক ভাতা, শিশু ভাতা ও মাতৃদুগ্ধ ভাতা ইত্যাদি ভাতা নিশ্চিত করেছেন। শরীয়তপুর তথা দক্ষিণবঙ্গের ভাগ্য উন্নয়নের জন্য পদ্মাসেতু নির্মাণ করেছেন। এছাড়া তিনি বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের কথা স্মরণ করেন।

শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খান-এর সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ-এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল, জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট আলমগীর হোসেন মুন্সী, এডভোকেট জহিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার, পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন দেওয়ান, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র বিল্লাল হোসেন খান ও শরীয়তপুর পৌরসভা ২নং ওয়ার্ডের সভাপতি আনিস উদ্দিন মুন্সী প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে রাশেদুজ্জামান রাশেদ-এর পিতা মাঈনউদ্দিন চৌকিদারসহ বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা হয়।