Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভেদরগঞ্জ পুষ্টি বাগানের উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক

ভেদরগঞ্জ পুষ্টি বাগানের উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক
ভেদরগঞ্জ পুষ্টি বাগানের উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক

শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ ভেদরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পুষ্টি বাগান স্থাপনের জন্য ডাটা শাক, লাল শাক, পুইশাক, গীমা কলমি, পাট শাক, চালকুমড়া, ধুন্দল সহ ১৮ প্রকারের সবজি বীজ ও পেয়ারা, সীড লেস লেবু, বড়ই , জাম্বুরা পেপে সহ ১১ প্রকারের ফলের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন।

সোমবার ১২ ফেব্রুয়ারী শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদের সামনে ভেদরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরন কার্যক্রম উদ্বোধন করেছেন জেলা প্রশাসক। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ পৌর মেয়র আবুল বাশার চোকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান বেপারী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিত সংরক্ষণ কর্মকর্তা আবু হানিফ, উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ হাসিব, কায়সার আহম্মেদ রানাসহ কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এঁর নির্দেশনা এক ইঞ্চি জমিও খালি রাখা যাবেনা। সে আলোকে আপনাদের এ সকল উপকরণ গুলো দেয়া হচ্ছে। আপনারা আপনাদের শ্রম মেধা দিয়ে চাষাবাদের মাঝ দিয়ে নিজের ও দেশের উন্নয়নে অবদান রাখবেন।

এ পর্যন্ত উপজেলায় মোট ৯৬৯টি পারিবারিক পুষ্টিবাগান স্থাপন করা হয়েছে।