Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মাজাহারুল ইসলাম শরীয়তপুর সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত

মাজাহারুল ইসলাম শরীয়তপুর সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত
মাজাহারুল ইসলাম শরীয়তপুর সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত

 

বাংলাদেশ শিক্ষক সমিতি, শরীয়তপুর সদর উপজেলা শাখার ত্রি -বার্ষিক সম্মেলনে বেড়াচিকন্দি উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মো: মাজাহারুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হোন। সভাপতি পদে নির্বাচিত হোন রুদ্রকর নীলমনি উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক। ১৭ ফেব্রুয়ারি শনিবার শরীয়তপুর সদর উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন আংগারিয়া উচ্চ বিদ‍্যালয়ে অনুষ্ঠিত হয়।

এ সময় সদর উপজেলা সভাপতি মোঃ মোতালেব হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর -১ আসনের সংসদ সদস‍্য জনাব ইকবাল হোসেন অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা বিটিএ আলহাজ্ব আব্দুর রব মুন্সী, সাংগঠনিক সম্পাদক বিটিএ’র কেন্দ্রীয় কমিটির আলহাজ্ব হারুন অর রশিদ।
সম্মেলনে উদ্বোধক ছিলেন শরীয়তপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার কামাল এবং প্রধান বক্তা শরীয়তপুর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ নুরুল আমীন রতন।
সম্মেলনের ২য় অধিবেশনে আবদুর রাজ্জাককে সভাপতি ও মাজাহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস‍্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া কমিটির সহ-সভাপতি রনজিত কুমার সাহা, অধ‍্যক্ষ মোঃ নুরহোসেন মিয়া, মোঃ নাসির উদ্দিন সিকদার, মোঃ মোতালেব হোসেন হাওলাদার ও মোঃ ফারুক হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া, মোঃ শামীম মাহবুব ও আবদুল কুদ্দুস খান, সাংগঠনিক সম্পাদক মোঃবোরহান উদ্দিন হাওলাদার, অর্থ সম্পাদক সাইদ মাহমুদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক মেহেদী রহমান মিজান, তথ্য ও যোগাযোগ আবু তালেব হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ বজলুর রশিদ, দপ্তর সম্পাদক মোঃ এসএম কাইউম লিটন, সমাজ কল‍্যান সম্পাদক দিলীপ সিকদার, সাংস্কৃতিক সম্পাদক রিদওয়ানুর রহমান খোকন, ক্রীড়া সম্পাদক মোঃ সেলিম হোসেন মহিলা সম্পাদিকা রেহানা আক্তার।

এছাড়া মো: মাজাহারুল ইসলাম ১১৯ নং পশ্চিম কোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, রসূলবাগ জামে মসজিদের সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্কাউট শরীয়তপুর সদর উপজেলা শাখার সহকারী কমিশনারসহ বিভিন্ন সামাজিক সংগঠণের দায়িত্ব পালন করছেন।